বাজারে দোকান পেতে ফল ব্যবসায়ীদের মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫

বরিশালে বাজারে নির্মাণ হওয়া স্টলের বরাদ্দ পেতে মানববন্ধন করেছেন ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা।

রোববার (২ ফ্রেরুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বরিশাল সিটি করপোরেশনের সামনে হাতেম আলী কলেজ চৌমাথা বাজার ব্যবসায়ী সমিতির ব্যানারে এ মানববন্ধন হয়।

বিজ্ঞাপন

বাজারে দোকান পেতে ফল ব্যবসায়ীদের মানববন্ধন

সংগঠনটির সভাপতি সভাপতি শহিদ খান বলেন, ব্যবসায়ীরা সরকারি সকল নিয়মকানুন মেনে প্রায় তিন যুগ ধরে বাজারের পাশে বসে ফল ব্যবসা করে আসছেন। সিটি কর্পোরেশন সৃষ্টি হওয়ার পর এ পর্যন্ত যত মেয়র দায়িত্বপালন করেছেন তারা সবাই বিভিন্ন সময় বাজার আধুনিকায়নের নামে ফল ব্যবসায়ীদের সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাজারের ভিতর স্টল নির্মাণ করে করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু হঠাৎ বর্তমান সময়ে স্টল নির্মাণের পর সিটি কর্পোরেশন থেকে ইজারার নামে অনেক অর্থ ধার্য করা হয়েছে। যা ক্ষুদ্র ব্যবসায়িদের পক্ষে সম্ভব নয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তারা অল্প বরাদ্দে যেন নির্মাণকৃত স্টল পেতে পারেন সে লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশন প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

শাওন খান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।