৭ বছর পর বান্দরবানে বিএনপির আহ্বায়ক কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫

সাত বছর পর বান্দরবানে বিএনপির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সই করা বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।

কমিটিতে সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরীকে আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. জাবেদ রেজাকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যরা হলেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রশীদ ও সদস্য রাজপুত্র বধূ মাম্যাচিং।

বিজ্ঞাপন

নেতাকর্মীরা জানান, সর্বশেষ ২০১৭ সালে মাম্যাচিংকে সভাপতি ও জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা থাকলেও সাত বছরে পূর্ণাঙ্গ কমিটি হয়নি।

নয়ন চক্রবর্তী/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।