গোয়ালঘরের দেওয়াল ভেঙে ইউপি সদস্যের ৩ গরু লুট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১২:১৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুরে গোয়ালঘরের দেওয়াল ভেঙে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের তিনটি গরু লুটের ঘটনা ঘটেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ছালেহ আহমেদ লিটনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর রাতেই রায়পুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রোববার (২ ফেব্রুয়ারি) সকালে চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মামুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

ইউপি সদস্য ছালেহ আহমেদ লিটন জানান, গোয়ালঘরের দরজায় তালা দেওয়া ছিল। তালা কিংবা দরজা ভাঙা হয়নি। দেওয়াল ভেঙে তিনটি গরু নিয়ে গেছে। এরমধ্যে একটি গরু দিনে ৮-১০ কেজি দুধ দিতো। এতে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ইউনিয়নের চেয়ারম্যান সুলতান মামুনুর রশিদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দেওয়াল ভেঙে গরু নিয়ে গেছে। সম্প্রতি আশপাশে এ ধরনের ঘটনা ঘটেনি। গরুর মালিকদের আরও সচেতন হতে হবে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে। আশা করি গরুগুলো উদ্ধারসহ এ নিয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। সম্ভবত টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।