বাড়ির ছাদে পাওয়া গেলো মেছোবাঘের ৩ ছানা

কক্সবাজারের টেকনাফে এক বাড়ির ছাদে মেছোবাঘের তিনটি ছানা পাওয়া গেছে। পরে এগুলোকে নিয়ে যান বনবিভাগের সদস্যরা।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে টেকনাফের ইসলামাবাদ বিজিবি রোডের পাশে আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মেছোবাঘের ছানাগুলো উদ্ধার করা হয়। টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিকেলে জানতে পারি বাড়ির ছাদে একটি মেছোবাঘ ও তিনটি ছানা অবস্থান করছে। টেকনাফ রেঞ্জ অফিসের সদস্যরা গিয়ে বাঘটিকে আটকানোর চেষ্টা করেন। এসময় মেছোবাঘটি জাল ছিঁড়ে লাফিয়ে চলে যায়। পরে ছানাগুলোকে নিয়ে আসা হয়েছে। রোববার সকালে বনে অবমুক্ত করা হবে।
জাহাঙ্গীর আলম/এফএ/এএসএম