চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

নাশকতায় জড়িত থাকায় চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এস এম জয়নাল আবেদীনকে আটক করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে শহরের হাজী মহসীন রোডে মেট্রো বেকারি থেকে তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জয়নাল আবেদীনের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার তথ্য রয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
জানা যায়, জয়নাল আবেদীন শহরের আদালত পাড়ার বাসিন্দা। তিনি মেট্রো বেকারি নামে খাবার তৈরি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময়ে নাশকতায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
শরীফুল ইসলাম/এফএ/এএসএম