অপেক্ষায় দেড়শো যান

সা‌ড়ে ১০ ঘণ্টা পর দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:৪২ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

ঘন কুয়াশার কার‌ণে প্রায় সা‌ড়ে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর দে‌শের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফে‌রি চলাচল শুরু হ‌য়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নদী‌তে কুয়াশার ঘনত্ব কে‌টে গে‌লে পুনরায় এ রু‌টে ফে‌রি চলাচল শুরু হয়।

বিজ্ঞাপন

এর আগে শনিবার সন্ধ‌্যা থে‌কে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীর অববা‌হিকায় কুয়াশার ঘনত্ব বাড়‌তে থাকে। রাত সা‌ড়ে ১০টার দি‌কে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং প‌য়েন্টগু‌লো অস্পষ্ট হ‌য়ে যাওয়ায় দুর্ঘটনা এড়া‌তে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদি‌কে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলত‌দিয়া প্রা‌ন্তে নদী পা‌রের অপেক্ষায় সিরিয়া‌লে আটকা প‌ড়ে‌ছে প্রায় দেড় শতা‌ধিক যানবাহন। এ সময় তীব্র শী‌তে ভোগা‌ন্তি‌তে প‌ড়েন যাত্রী ও যানবাহ‌নের চালক‌রা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা ব‌্যবস্থাপক‌ মোহাম্মদ সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব ক‌মে যাওয়ায় সকাল ৯টা থে‌কে এরু‌টে পুনরায় ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। বর্তমা‌নে এরু‌টে ১৫টি ফে‌রি দি‌য়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হ‌চ্ছে। ফে‌রি চলাচল স্বাভা‌বিক থাক‌লে সি‌রিয়া‌লে থাকা যানবাহ‌নের চাপ দ্রুত ক‌মে যা‌বে।

রু‌বেলুর রহমান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।