ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:১০ এএম, ০২ ফেব্রুয়ারি ২০২৫

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়া‌তে দে‌শের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ র‌য়ে‌ছে।

শ‌নিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়ায় এ‌ নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ করা হয়।

বিজ্ঞাপন

এর আগে সন্ধ‌্যা থে‌কে পদ্মা নদীর অববা‌হিকায় কুয়াশার ঘনত্ব বাড়‌তে থাক‌লে রাত সা‌ড়ে ১০টার দি‌কে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং প‌য়েন্টগু‌লো অস্পষ্ট হ‌য়ে যাওয়ায় দুর্ঘটনা রো‌ধে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইড‌ব্লিউটি‌সি) কর্তৃপক্ষ ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয়।

এদিকে, ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শী‌তে দুর্ভো‌গে পড়েছেন পারাপারের অপেক্ষায় থাকা যানবাহ‌নের চালক ও যাত্রীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাতে বিআইডব্লিউটিসি দৌলত‌দিয়া ঘা‌ট শাখার ব‌্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জাগো নিউজকে জানান, কুয়াশার ঘনত্ব বে‌ড়ে যাওয়ায় রাত সা‌ড়ে ১০টা থে‌কে এ রু‌টে ফে‌রি চলাচল বন্ধ রাখা হ‌য়ে‌ছে। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

তিনি আরও জানান, বর্তমা‌নে এ নৌরু‌টে ছোট-বড় ১২৫টি ফে‌রি দি‌য়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হ‌চ্ছে এবং দৌলত‌দিয়া প্রা‌ন্তে র‌য়ে‌ছে ৬টি ফে‌রি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রু‌বেলুর রহমান/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।