বিদ্যালয়ের অনুষ্ঠানে বেজে উঠলো ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’

ফরিদপুর বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার সংগীত ‘জয় বাংলা জিতবে এবার নৌকা’ গানটির সঙ্গে ছাত্রীদের নেচে-গেয়ে উল্লাসের ভিডিও ফাঁস হয়েছে। এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
এরই পরিপ্রেক্ষিতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) ২০ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।
এর আগে ২৬ জানুয়ারি ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মঞ্চের সামনে উল্লাস করছে একদল মেয়ে। আর মাইকে বাজছে গান ‘কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা নাই কোনো টেনশন, জয় বাংলা জিতবে এবার নৌকা।’
প্রথমে ভিডিওটি এডিট বলে দাবি করা হলেও পরে জানা যায় যে, এটি ওই অনুষ্ঠানেরই ধারণ করা একটি মুহূর্তের অংশ বিশেষ। ঘটনার পাঁচদিন পরে আল আমীন রহমান নামে এক ব্যক্তি ভিডিওটি তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি।
এ বিষয়ে ভিডিও পোস্টকারী আল আমীনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমনকি তার ম্যাসেঞ্জারে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা বেগম বলেন, ওইদিন দুপুরে টিফিনের সময় মেয়েরা স্কুলের মাঠে আনন্দ করছিল। এসময় মাইকে অন্য গান বাজছিল। হঠাৎ তখন ওই গানটি বেজে ওঠে। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে গানটি বন্ধ করে দেওয়া হয়। এটি অসাবধানতাবশত হয়ে গেছে। ইচ্ছাকৃত নয়।
তিনি আরও বলেন, ঘটনাটি সত্যি। তবে আমাদের প্রশ্ন, ভিডিওটি ধারণ করলো কে আর সেটি প্রচারই বা কে করলো। বিষয়টি জানতে স্কুলের সহকারী প্রধান শিক্ষক পাপড়ি বাড়ৈকে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। রোববারের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দেবেন। পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
এন কে বি নয়ন/জেডএইচ/জেআইএম