কিশোরগঞ্জ

দলীয় নেতার বিরুদ্ধে বিএনপির ৩১ দফার প্রচার মঞ্চ ভাঙচুরের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

কিশোরগঞ্জের ইটনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নির্দেশে তারেক রহমানের ৩১ দফা প্রচারের মঞ্চ ভাঙচুরের অভিযোগ ওঠেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার এলংজুরী বাজারে এ ঘটনা ঘটে।

দলীয় একাধিক সূত্র জানায়, তারেক রহমানের ৩১ দফা প্রচারের জন্য কিশোরগঞ্জের ইটনা উপজেলার এলংজুরী বাজারে একটি অনুষ্ঠানের মঞ্চ তৈরি করে বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লার সমর্থকরা। শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সমর্থকেরা মঞ্চটি ভাঙচুর করে। এতে সাধারণ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঞা বলেন, ফজলুর রহমানের লোকজন যে কাজ করেছে সেটি নেক্কারজন ঘটনা। আমি এ ঘটনার বিচার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চাই।

কিশোরগঞ্জের ইটনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নির্দেশে তারেক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম মোল্লা বলেন, আমিতো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে প্রচার করার জন্য অনুষ্ঠান করতে চাইছিলাম। সেই মঞ্চ ফজলুর রহমানের নির্দেশে ভাঙচুর করা হয়। যে ফজলুর রহমান বলে আওয়ামী লীগ দেশে ফিরে আসবে। তিনিতো অন্তরে মুজিববাদ লালন করেন। এ ফজলুর রহমান আলেম-ওলামাদেরকেও কটূক্তি করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জানান, এখানে আমার কোনো লোক নাই। সব লোক দলের। এ বিষয়ে আমি কিছু বলতে চাই না। থানা কমিটিকে জিজ্ঞেস করে করেন।

এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, অষ্টগ্রাম সার্কেলের এএসপি সামুয়েল সাংমা ঘটনাস্থলে রয়েছেন। তিনি বিষয়টি ভালো বলতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসকে রাসেল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।