জাপান থেকে মোংলা বন্দরে এলো ২২৭ গাড়ি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

জাপান থেকে মোংলা বন্দরে এসে পৌঁছেছে আমদানি করা ২২৭টি রিকন্ডিশন্ড গাড়ি। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ভাইকিং ড্রাইভ জাহাজে করে গাড়িগুলো আনা হয়।

জাহাজটির শিপিং এজেন্ট ক্রাউন নেভিগেশন কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন জানান, গেল বছরের ২৪ ডিসেম্বর জাপান থেকে ৬৭৬টি গাড়ি নিয়ে জাহাজটি ছেড়ে এসে গত মাসের ২৯ তারিখ চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করে। সেখানে ৪৪৬টি গাড়ি খালাসের পর ২২৭টি গাড়ি নিয়ে শনিবার বিকেল ৪টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে। এরপর ধীরে ধীরে গাড়িগুলো খালাস শুরু হয়।

বিজ্ঞাপন

জাপান থেকে মোংলা বন্দরে এসে পৌঁছেছে আমদানি করা ২২৭টি রিকন্ডিশন্ড গাড়ি। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে মার্শাল আইল্যান্ড পতাকাবাহী ভাইকিং ড্রাইভ জাহাজে করে গাড়িগুলো আনা হয়

এ পর্যন্ত মোংলা বন্দরে প্রায় দুই লাখ গাড়ি আমদানি হয়েছে। যা মোট আমদানি করা গাড়ির শতকরা ৬০ শতাংশ। এছাড়া ২৩-২৪ অর্থবছরে মোংলা বন্দর দিয়ে ১৫ হাজার ৩৪০টি গাড়ি আমদানি হয়। আর ২০২২-২৩ অর্থবছরে ছিল ১৩ হাজার ৫৭১টি গাড়ি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবু হোসাইন সুমন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।