নদীতে নেমে নিখোঁজ তিন বন্ধু, একজনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

সিরাজগঞ্জের কামারখন্দে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন তিন বন্ধু। এরই মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোড় নদীতে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রাফি (১৬) উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে। আর নিখোঁজ বাকি দুজন হলেন সিরাজগঞ্জ পৌর শহরের বাসিন্দা কৃষ্ণ (১৫) ও সারজিল (১৬)। তারা প্রত্যেকে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, গ্রামে বেড়াতে আসেন ছয় বন্ধু। এসময় তারা একসঙ্গে ফুলজোর নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনজন পানির স্রোতে তলিয়ে যায়। আর বাকি তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে উদ্ধারের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে রাফির মরদেহ উদ্ধার করলেও বাকি দুজন এখনো নিখোঁজ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কামারখন্দ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইনস্পেক্টর অপু কুমার মণ্ডল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নদীতে নিখোঁজের বিষয়টি জানার সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে নদীর গভীরতা বেশি হওয়ায় একজনের মরদেহ উদ্ধার করা গেলেও বাকি দুজনকে খুঁজে পাওয়া যায়নি। আমরা রাজশাহীর বিশেষ ডুবুরি দলকে জানিয়েছি। তারা রওনা হয়েছে।

এম এ মালেক/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।