যশোর সাংবাদিক ইউনিয়নের নেতৃত্বে সাজেদ-মিলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:২০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান মিলন নির্বাচিত হয়েছেন।

প্রেসক্লাব মিলনায়তনে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতিসহ চারটি পদে বিকল্প প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্যের দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান মিলন ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অন্য প্রার্থী ইমরান হাসান টুটুল পেয়েছেন ২৩ ভোট। এছাড়া নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন প্রণব দাস ও রাহুল রায়।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির, যুগ্ম-সম্পাদক জয়ন্ত বসু ও কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন দিলশান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নির্বাচনে ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু ফল ঘোষণা করেন।

মিলন রহমান/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।