হামিদুর রহমান আযাদ

জামায়াতের সমর্থন ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

জামায়াতের সহকারী সেক্রেটারি এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, রাষ্ট্র সংস্কারে ৪১ দফা হলো জামায়াতের নির্বাচনী ইশতেহার। আগামী নির্বাচনের আগে সারাদেশের প্রতিটি ইউনিয়নে জনগণের কাছে এ ৪১ দফা নিয়ে যেতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের কবি জসিমউদদীন হলে দ্বায়িত্বশীলদের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আগামীতে জামায়াতের সমর্থন ব্যতীত কেউই সরকার গঠন করতে পারবে না। ২০২৫ সাল হবে আগামী নির্বাচনে জনমত গঠনের সাল। নির্বাচনি কাজই এসময়ে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। নির্বাচনী কাজের পরে সময় পেলে অন্য কাজ করতে হবে।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হামিদুর রহমান আযাদ বলেন, বৃহত্তর ফরিদপুরে ১৫টি সংসদীয় আসন রয়েছে। এরমধ্যে তিনটি আসনে আমরা সংসদ সদস্য চূড়ান্ত করতে পারিনি। এছাড়া বিভিন্ন সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

আঞ্চলিক সহকারী মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে জামায়াতের আঞ্চলিক শাখার সদস্য সামসুল ইসলাম আল বরাটি, অধ্যাপক আব্দুত তাওয়াব, মো. আব্দুস সোবহান, মো. আজমল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।