কুমিল্লায় যুবদল নেতার মরদেহ নিয়ে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মরদেহ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। এর আগে সকালে নিহতের নিজ গ্রাম সদর উপজেলার পাঁচথুবীতে বিক্ষোভ করেন তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে নিহতের ভাই আবুল কালাম আজাদ টিপু, সাদেকুর রহমান, চাচা আবুল বাশার, স্ত্রী ইয়াসমিন নাহার ও স্থানীয়রা বক্তব্য রাখেন।

কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মরদেহ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তারা অবিলম্বে যুবদল নেতা তৌহিদুলের হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দ্রুত বিচার শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

কুমিল্লায় যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার বিচারের দাবিতে মরদেহ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী

এর আগে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত আড়াইটার দিকে যৌথবাহিনীর সদস্যরা তৌহিদুল ইসলামের কাছে অস্ত্র আছে এমন অভিযোগে তাকে নিয়ে যান। শুক্রবার দুপুর ১২টার দিকে কোতয়ালী মডেল থানা পুলিশের মাধ্যমে পরিবাবরে সদস্যরা জানতে পারেন গোমতী নদীর পাড় থেকে তাকে উদ্ধার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে গিয়ে তারা মরদেহ পড়ে থাকতে দেখেন। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানান পরিবারের সদস্যরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।