ছাত্র আন্দোলন

ঠাকুরগাঁওয়ে রামদা হাতে ত্রাস সৃষ্টিকারী সেই জ্যোতি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্র আন্দোলনের সময় ঠাকুরগাঁওয়ে রামদা হাতে ত্রাস সৃষ্টি করা জ্যোতিকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাতে শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জ্যোতি নাট্যজন রূপকুমার গুহ ঠাকুরতার ছেলে। তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় কনস্টেবল পদে পুলিশে কিছুদিন চাকরি করলেও পরে চাকরিচ্যুত হন।

বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে রামদা হাতে ত্রাস সৃষ্টিকারী সেই জ্যোতি গ্রেফতার

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় খালি গায়ে হাতে রামদা নিয়ে ছাত্রদের ওপর তাণ্ডব চালান। ওই হামলায় বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে পুলিশের নজরদারিতে থাকার পর শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, জ্যোতির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। আমরা তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করব।

তানভীর হাসান তানু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।