ইউএনওর ফোন নম্বর ‘ক্লোন’ করে টাকা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১০:৫০ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামানের দাপ্তরিক ফোন নম্বর ‘ক্লোন’ করে টাকা দাবি করেছে প্রতারকরা। নম্বর ‘ক্লোন’র বিষয়টি জানার পর সবাইকে প্রতারকদের ফাঁদে না পড়ার জন্য অনুরোধ জানিয়েছেন ইউএনও।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল থেকে একটি প্রতারক চক্র উপজেলা নির্বাহী কর্মকর্তার দাপ্তরিক মুঠোফোন নম্বর ক্লোন করে নিজেকে ইউএনও দাবি করে অন্য একটি বিকাশ নম্বরে টাকা চাচ্ছেন।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, এই ক্লোনের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সবাইকে সতর্ক করি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নম্বর ক্লোনের বিষয়টি গতকাল সন্ধ্যায় আমি জেনেছি। জানার পর আমিও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এম এ মালেক/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।