সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেলো একই পরিবারের তিনজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:০৯ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব বাঐতারা গ্রামের শফিকুল ইসলাম (৩৫), তার স্ত্রী সুমনা খাতুন (৩০) ও বোন লাকী আক্তার (২৫)।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার ইসলাম জাগো নিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, মুলিবাড়ী উড়াল সেতু এলাকায় ছয়জন যাত্রী নিয়ে একটি অটোভ্যান মহাসড়ক পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর একই পরিবারের আরও একজন মারা যান।

এম এ মালেক/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।