শিশির মনির

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল হলে আত্মমর্যাদার লড়াই প্রতিষ্ঠিত হবে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল হলে আত্মমর্যাদার লড়াই প্রতিষ্ঠিত হবে। বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগের মধ্যে সম্মান, মর্যাদা ও শ্রদ্ধার সম্পর্ক গড়ে উঠবে।

তিনি আরও বলেন, বিচার বিভাগ, শাসন বিভাগ ও আইন বিভাগ—এই তিনটির মধ্যে সাংবিধানিকভাবে একটি সুক্ষ্ম ভারসাম্য থাকে। সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে বাংলাদেশের বিচার বিভাগকে সব সরকার যেনতেনভাবে ব্যবহার করেছে। এজন্য আমরা আদালতকে বলেছি, কেউ কারও চেয়ে সুপ্রিম নয়, কেউ প্রকৃত অর্থে স্বাধীন নয় কিন্তু প্রত্যেকেই আত্মমর্যাদা রক্ষা করে চলতে হবে।

বিজ্ঞাপন

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল হলে আত্মমর্যাদার লড়াই প্রতিষ্ঠিত হবে

শুক্রবার (৩১ জানুয়ারি) সুনামগঞ্জে পথশিশু ও ছিন্নমূল মানুষদের নিয়ে এক পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনজীবী শিশির মনির। বিকেলে পৌর শহরের শাপলা চত্বরে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনে উদ্যোগে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংগঠনের সদস্যরা নিজেরা বিভিন্ন ধরনের পিঠাপুলি তৈরি করে পথশিশু ও ছিন্নমূল মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করেন। বিশেষ করে ফুলপিঠা, পাটিসাপটা , বাদামি পিঠা, সন্দেশ, মালপোয়া, জামপিঠা, শিঙাড়া পিঠা, ডিম পিঠা, মুড়ির মোয়াসহ হরেকরকমের পিঠা তাদের বিনামূল্যে খাওয়ানো হয়।

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল হলে আত্মমর্যাদার লড়াই প্রতিষ্ঠিত হবে

পিঠা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুরুল হাসান আতাহার, সুপ্রভা রাণী ও কামরুজ্জামান কামরুল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাস, সভাপতি মাহবুবা জেবা, সাংগঠনিক সম্পাদক অন্তর কর, অর্থ সম্পাদক বাকি বিল্লাহ, সদস্য রনদয় সরকার, ইব্রাহিম, মার্জেনা, মমিনা, বর্না, রিয়া, রানা প্রমুখ।

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল হলে আত্মমর্যাদার লড়াই প্রতিষ্ঠিত হবে

প্রসঙ্গত, সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘বিচার-কর্মবিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালনে রত ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ (কর্মস্থল-নির্ধারণ, পদোন্নতিদান ও ছুটি মঞ্জুরিসহ) ও শৃঙ্খলাবিধান রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকিবে এবং সুপ্রিম কোর্টের সহিত পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক তাহা প্রযুক্ত হইবে।’

বিজ্ঞাপন

লিপসন আহমেদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।