আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা যুবদল নেতার হাসপাতালে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫
নিহত তৌহিদুল ইসলাম

কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে থাকা তৌহিদুল ইসলাম (৩৫) নামের এক যুবদল নেতার হাসপাতালে মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

নিহত তৌহিদুল ইসলাম কুমিল্লা সদর উপজেলার পাঁচথবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে। তিনি পাঁচথবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন।

নিহতের চাচাতো ভাই রবিউল ইসলাম জানান, বাবার কুলখানি অনুষ্ঠানের জন্য চট্টগ্রাম থেকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বাড়িতে আসেন তৌহিদুল। দিনগত রাত আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে বাড়ি থেকে আটক করে নিয়ে যান। পরে তাকে নিয়ে একাধিকবার বাড়িসহ বিভিন্ন স্থানে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বেলা ১১টার পর পুলিশের পক্ষ থেকে ফোন করে জানানো হয়, তৌহিদুল অসুস্থ। দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আসার জন্য বলা হয়। সাড়ে ১২টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখেন তিনি মারা গেছেন।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক বলেন, ‘বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে তৌহিদুলকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করেন। শুক্রবার দুপুরে জানতে পারি সে মারা গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। আমরা তদন্তপূর্বক এ ঘটনার বিচার দাবি করছি।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে তৌহিদুলকে অসুস্থ অবস্থায় গোমতীর আইল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. তানভির আহমেদ বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ তৌহিদুল ইসলামকে জরুরি বিভাগে নিয়ে আসে। পরীক্ষা-নিরীক্ষা শেষে দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

জাহিদ পাটোয়ারী/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।