সোনারগাঁয়ে পানাম ব্রিজ রক্ষার দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে মুঘল আমলের স্থাপত্যকীর্তি পানাম ব্রিজ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁ ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে পানাম এলাকার সেতুর সংলগ্নে এ মানববন্ধন করা হয়।

বিজ্ঞাপন

সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েসের সভাপতিত্বে ও কমিটির সদস্য সেলিম আহমেদ প্রধানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত হওয়া বক্তরা সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সোনারগাঁ ছিল প্রাচীন বাংলার রাজধানী। দেশ বিদেশে সোনারগাঁয়ের ব্যাপক পরিচিতি রয়েছে। সোনারগাঁয়ের পানাম নগরীর পাশে পঙ্খীরাজ খালের ওপর নির্মিত মুঘল শাসনামলের পানাম ব্রিজটির এখন জরাজীর্ণ অবস্থা হয়ে রয়েছে। অযত্ন-অবহেলা ও সংরক্ষণের অভাবে ব্রিজটি ধ্বংসের দ্বার প্রান্তে। ঐতিহাসিক এ সেতুটিকে দ্রুত সংস্কার করে পর্যটকদের পরিদর্শনের ব্যবস্থা বরার জন্য প্রস্তুত করার জন্যে আহ্বান জানানো হয়। বিগত সময়ে প্রশাসনের উদাসীনতা ও অবহেলার কারণে পানামনগরীর প্রবেশ মুখের একটি ঐতিহাসিক ব্রিজ ভেঙে ফেলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক কবি রহমান মুজিব, মিজানুর রহমান, সদস্যসচিব লেখক রবিউল হুসাইন, সোনারগাঁ সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আকতারী প্রমূখ।

মো. আকাশ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।