ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫

বিশ্ব ইজতেমায় ছাবেত আলী (৭০) নামের আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে তিনি মারা যান। এ নিয়ে বিশ্ব ইজতেমায় দুজন মুসল্লির মৃত্যু হলো।

ছাবেত আলী শেরপুরের শ্রীবরদী থানার ৩ নম্বর রানী শিমুল এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে।

বিজ্ঞাপন

তাবলিগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরের দিকে শেরপুর ৪৬ নম্বর খিত্তায় হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে মারা যান ছাবেত আলী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল কুদ্দুস গাজী নামের এক মুসল্লি মারা যান। তার বাড়ি খুলনায়।

আমিনুল ইসলাম/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।