রামেক হাসপাতালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০২:২২ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চৈতন্য মোল্লা (৭৫) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মৃত্যু হয় তার।

চৈতন্য মোল্লা জয়পুরহাট জেলার ধারকী বরাইল প্রামানিকপাড়া এলাকার মোবারক আলী মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, চৈতন্য ১৮ জানুয়ারি থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ নম্বর ওয়ার্ডের অধীনে প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরদেহ হাসপাতালের মরচুয়ারিতে রাখা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাখাওয়াত হোসেন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।