মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো দুই বন্ধুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০২:২০ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদরের জামতলি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিতরা হলেন- নগরীর মাসকান্দা এলাকার বাবুল হোসেনের ছেলে আবির হোসেন (১৯) ও পুরোহিতপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান (২০)। তারা দুইজন বন্ধু ছিলেন।

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো দুই বন্ধুর

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।

তিনি বলেন, সকালে দুই বন্ধু বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলে সদরের চুরখাই এলাকার দিকে যাচ্ছিলেন। গাড়িটি দ্রুত গতিতে চলছিল। বেলা ১১টার দিকে জিগাতলা এলাকা পর্যন্ত আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় দুইজনই গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কামরুজ্জামান মিন্টু/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।