কুবি শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২৫
শাকিল আহমেদকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ

টিউশনি শেষে ক্যাম্পাসে ফেরার পথে শাকিল আহমেদ সবুজ নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে।

তবে ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পর কুমিল্লা নগরীর ছোটরা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নাহিদ নামে এক যুবককে আটক করা হয়।

বিজ্ঞাপন

অপহরণ হওয়া শিক্ষার্থী শাকিল আহমেদ সবুজ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে শাকিল নগরীর বাগিচাগাঁও এলাকায় টিউশনি শেষে ক্যাম্পাসে ফিরছিলেন। এসময় অপহরণকারীদের হাতে জিম্মি হন তিনি। পরে তার সহপাঠীদের কাছে ফোন করে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। বিষয়টি রাত সাড়ে ১২টায় কুমিল্লা কোতয়ালী থানা পুলিশকে জানানো হলে শাকিলকে উদ্ধারে অভিযানে বের হয় পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একপর্যায়ে রাত ২টা ৪০ মিনিটে নগরীর ছোটরা এলাকার তোয়া হাউজিং থেকে শাকিলকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় নাহিদ নামে এক যুবককে আটক করা হয়। পরে শাকিলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভোর সাড়ে ৫টার দিকে ক্যাম্পাসে নিয়ে যান সহপাঠীরা।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযানে বের হই। তথ্যপ্রযুক্তির সহায়তায় শাকিলকে উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

জাহিদ পাটোয়ারী/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।