ময়মনসিংহ

জেল থেকে বের হয়ে ফের গ্রেফতার আওয়ামী লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:৫৪ এএম, ৩১ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহানকে জেলগেট থেকে ফের গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার দিকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তাকে আরেক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।

তিনি বলেন, ময়মনসিংহে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় গ্রেফতার আমিনুল ইসলাম শাহান কারাগারে ছিলেন। কিন্তু বৃহস্পতিবার আদালত তার জামিন মঞ্জুর করলে সন্ধ্যার দিকে কারামুক্ত হন। এসময় জেলগেট থেকে তাকে অন্য একটি মামলায় গ্রেফতার করা হয়। তাকে শুক্রবার আদালতে তোলা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে নগরীর নতুন বাজার বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১২ নভেম্বর ১৩০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম।

ওই মামলায় ১৯ নভেম্বর রাতে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আমিনুল ইসলাম শাহানকে গ্রেফতার করে পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।