মুন্সিগঞ্জে দুগ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১১:০০ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

মুন্সিগঞ্জের কালীরচর সংলগ্ন মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দু’গ্রুপের বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে কিবরিয়া ও কানা জহির গ্রুপের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। দুই গ্রুপের বিরুদ্ধে বালুদস্যুতা ও ডাকাতির অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

নিহত রিফাত (২৬) উত্তর মতলব ও রাসেল ফকির (২৮) মুন্সিগঞ্জ সদর উপজেলার ভাসানচরের বাসিন্দা। গুরুতর আহত আইয়ুব আলী (৩৫) মাদারীপুর জেলার শিবচর এলাকার মান্নান হাওলাদার ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনার নৌ-পথের নিয়ন্ত্রণ ও বালু উত্তোলন নিয়ে কিবরিয়া ও কানা জহির দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় কালিরচর সংলগ্ন নদীতে কানা জহিরের লোকজন নদীতে অবস্থানকালে কিবরিয়া পক্ষের লোকজন স্পিডবোটযোগে তাদের ওপর অতর্কিত হামলা ও গুলি করে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হন তিনজন। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম বলেন, গুলিবিদ্ধ তিনজনের মধ্যে রিফাত ও রাসেল নামে দুইজন মারা গেছেন। আহত ব্যক্তির বরাত দিয়ে তিনি জানান, বালু উত্তোলন নিয়ে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরাফাত রায়হান সাকিব/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।