সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনগত রাত সোয়া ৯টার দিকে রংপুরের সেন্ট্রাল রোডস্থ ডাক অফিসের গলি থেকে তাকে গ্রেফতার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

মজিদ আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় তার নামে হত্যা এবং হত্যা চেষ্টা মামলা রয়েছে।

নুরুজ্জামান আহমেদ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুই দফা প্রতিমন্ত্রী ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত বছর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলেও মন্ত্রিত্ব পাননি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

জিতু কবীর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।