ময়মনসিংহে আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

ময়মনসিংহে আওয়ামী ফ্যাসিস্টদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে জেলা ও মহানগর কমিটির উদ্যোগে শহরের কৃষ্ণচূড়া চত্বরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে সমাবেশে মিলিত হয়।

বিজ্ঞাপন

jagonews24

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের অনেকে এখনো ঘুরে বেড়াচ্ছেন। অনেকে গুপ্ত স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছেন। তারা রাজপথ উত্তপ্ত করতে চান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো তৎপরতা না থাকায় আওয়ামী লীগ নেতারা ধরাছোঁয়ার বাইরে থাকছে। তাদের গ্রেফতারসহ যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, মহানগর কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহদী হাসান তারেক, ফুয়াদ খান, আশিকুর রহমান, ওয়ালিদ আহমেদ অলি, কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সমন্নয়কসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।