বিমানবন্দর থেকে গ্রেফতার পাবনা ছাত্রলীগের সেক্রেটারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৭:২০ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫
গ্রেফতার মীর রাব্বিউল ইসলাম সীমান্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও ছাত্র হত্যা মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাবনার সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে দেশত্যাগের চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

গ্রেফতার সীমান্ত পাবনা পৌর এলাকার নয়নামতি এলাকার মোকাররম হোসেনের ছেলে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী থাকার পর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ওসি আব্দুস সালাম বলেন, দুপুরে তাকে ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করে আমাদের জানানো হয়েছে। তাকে আনতে আমাদের একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।

গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় সীমান্তের নামে হত্যা মামলা হয়। তাকে পাবনায় এনে আদালতে পাঠানো বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আলমগীর হোসাইন নাবিল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।