ছাত্রীদের উত্ত্যক্ত করায় তিন শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

ছাত্রীদের উত্ত্যক্ত করায় তিন শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীতে আলাউদ্দিন নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
আকটরা হলেন- আলাউদ্দিন নগর এলাকার সোহান পারভেজ শুভ (১৮)। তিনি আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের কারিগরি শাখার ছাত্র।
অপর দুজন হলেন একই এলাকার রাকিব হোসেন (১৮) এবং সোহাগ হোসেন (১৮)। তারা আলাউদ্দিন আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের প্রবেশপথে ওই তিনজনকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষক-শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর ঘটনাস্থলে এসে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
এসময় নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, মেয়েরা মাঠে বার্ষিক ক্রীড়া উপলক্ষে খেলাধুলার প্রস্তুতি নিচ্ছিল। সেসময় শুভ বেপরোয়াভাবে মোটরসাইকেল নিয়ে বিদ্যালয়ে ঢুকে এবং ছাত্রীদের ‘হিজড়া’ বলে ট্রল করতে থাকেন। পরে শুভর আরও দুই সহপাঠী এসে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করেন।
জানতে চাইলে অভিযুক্ত শুভ বলেন, নতুন ভোটার তালিকার কাজ শুরু হয়েছে। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম আলাউদ্দিন নগর এলাকায় ভোটার তালিকার দায়িত্বে রয়েছেন। আমার এবং আমার বোনের ভোটার তালিকার জন্য প্রয়োজনীয় কাগজপত্র শহিদুল ইসলামের কাছে দিতে এসেছিলাম। তবে ভুল বোঝাবুঝি হয়।
আটক সোহাগ বলেন, অবরুদ্ধের খবর পেয়ে আমি আর রাকিব শুভকে নিয়ে যেতে বিদ্যালয়ে এসে ফেঁসে গেছি। আমরা কিছু করি নাই।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ভোটার তালিকা চলছে গ্রামে। তবে শুভ বিদ্যালয়ে ঢুকে দুর্ব্যবহার করতে থাকে। পরে আরও দুজন এসে উত্তেজনা সৃষ্টি করলে তাদের আটক করে পুলিশে দেওয়া হয়।
অভিযুক্ত শিক্ষার্থী শুভর বাবা আব্দুল মোমিন বলেন, শিক্ষকদের কাছে ভোটার তালিকার কাগজপত্র জমা দিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। শিক্ষকদের সঙ্গে কথা বলে মিটমাট করা হবে।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অপরাধে তিন বখাটেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আল মামুন সাগর/জেডএইচ/জেআইএম