সারদা পুলিশ একাডেমিতে গেলেন পাকিস্তানের হাইকমিশনার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫
রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে পাকিস্তানের হাইকমিশনার সাইয়েদ আহমেদ মারুফ

সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাইকমিশনার সাইয়েদ আহমেদ মারুফ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পাকিস্তানের হাইকমিশনারসহ চার সদস্যের প্রতিনিধিদল রাজশাহীর চারঘাট উপজেলার সারদা পুলিশ একাডেমিতে এলে পুলিশ একাডেমির প্রিন্সিপাল অ্যাডিশনাল আইজিপি মো. মাসুদুর রহমান ভুঞা তাকে স্বাগত জানান। পরে প্রতিনিধিদলের সঙ্গে একাডেমির কনফারেন্স রুমে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

বিজ্ঞাপন

সারদা পুলিশ একাডেমিতে গেলেন পাকিস্তানের হাইকমিশনার

সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনের কাউন্সিলর (রাজনৈতিক) কামরান ধাঙ্গাল, বাণিজ্য ও বিনিয়োগ অ্যাটাশে জয়েন আজিজ, সমাজসেবক সালাউদ্দিন, পুলিশ একাডেমির সহকারী প্রিন্সিপাল (ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট) রখফার সুলতানা খানম, অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক মাসুদুর রহমানসহ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সারদা পুলিশ একাডেমিতে গেলেন পাকিস্তানের হাইকমিশনার

সাক্ষাৎ শেষে পুলিশ একাডেমির বিভিন্ন স্পষ্ট পরিদর্শন করে প্রতিনিধিদল। এসময় একাডেমির প্রিন্সিপালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সঙ্গে ছিলেন।

দুপুর আড়াইটার দিকে নগরীর তেরোখাদিয়ায় এসওএস চিলড্রেন ভিলেজ শিশুপল্লি পরিদর্শন করেন তারা।

সাখাওয়াত হোসেন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।