বিশ্ব ইজতেমায় দুই পক্ষের কোন্দল ছাড়া কোনো ঝুঁকি নেই: র‌্যাব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

বিশ্ব ইজতেমা ময়দানে নিরাপত্তা বিষয়ে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি বলেন, দুই পক্ষের অন্তকোন্দল ছাড়া আপাতত অন্য কোনো ঝুঁকি আমরা দেখছি না। ময়দানের সার্বিক নিরাপত্তায় যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তার সবগুলোই নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শন শেষে র‌্যাবের কন্ট্রোলরুমে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

র‌্যাব মহাপরিচালক বলেন, ইজতেমায় আসা মুসল্লিদের নিরাপত্তায় র‌্যাবের ফুট পেট্রোল, গাড়ি টহল, মোটরসাইকেল টহল, স্ট্রাইকিং ফোর্স, রিজার্ভ ফোর্স, ড্রোন পর্যবেক্ষক দল, ময়দানসহ আশপাশের
এলাকায় ১২৩টি সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এছাড়া নদীপথে র‌্যাবের স্পিডবোডের মাধ্যমে নৌ টহল রয়েছে।

তিনি আরও বলেন, মোবাইল চুরি, ছিনতাইকারী, মলম পার্টি, মাদকাসক্ত ও পকেটমারের দৌরাত্ম্য রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ইজতেমাকে ঘিরে ছোটখাটো কিছু অপরাধ সংঘটিত হয়ে থাকে সে বিষয়টি মাথায় রেখে র‌্যাব, সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা ময়দানের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসময় র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহিদুল করিমসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।