শেরপুরে কারখানায় অভিযান চালিয়ে ২০ টন নকল সার জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

শেরপুরে ২০ টন নকল সার জব্দ করেছে যৌথ বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সদর উপজেলার সাপমারী গ্রামের কে আর বাংলাদেশ লিমিটেড থেকে এসব সার জব্দ করা হয়। খবর পেয়ে কারখানা মালিক মো. রুবেল মিয়া পালিয়ে যান।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় কে আর বাংলাদেশ লিমিটেডে অভিযান চালিয়ে ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনসহ ৪০০ বস্তায় ২০ টন নকল সার জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এসময় শেরপুর সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম এবং সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফিসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেরপুরে ২০ টন নকল সার জব্দ করেছে যৌথ বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সদর উপজেলার সাপমারী গ্রামের কে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম বলেন, জামালপুরের এসএস কক কেয়ারের নামে ওই সারগুলোর চালান পত্র রয়েছে। সেখানে সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেডের নামে কোনো বৈধ কাগজপত্র নেই।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেডের স্বত্বাধিকারী রুবেল সাপমারী গ্রামের জনৈক আব্দুস সামাদের গোডাউনটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল সার উৎপাদন করে ফয়েল প্যাকেটে ভরে বাজার করে আসছিল। এ ব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইমরান হাসান রাব্বী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।