১০ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্রী অনন্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:০০ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫
নিখোঁজ অনন্যা

ফরিদপুরের ভাঙ্গায় ১০ দিন ধরে নিখোঁজ অনন্যা আক্তার নামের এক মাদরাসাছাত্রী। সে উপজেলার কাউলীবেড়া গ্রামের বাসিন্দা।

তার সন্ধান দাবিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে মানববন্ধন করেছেন গ্রামবাসী। কাউলীবেড়া কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিজ্ঞাপন

অনন্যা আক্তার (১৫) কাউলীবেড়া দারুস সুন্নাহ কওমি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী। গত ২১ জানুয়ারি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় অনন্যা। 

মানববন্ধনে অনন্যার বাবা তারা মিয়া বলেন, নিখোঁজের ১০ দিনেও আমার মেয়ের এখনো কোনো খোঁজ পাইনি। পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিখোঁজ, মাদরাসা, মানববন্ধন, ফরিদপুর১০ দিন ধরে নিখোঁজ মাদরাসাছাত্রী অনন্যা

কান্নাজড়িত কণ্ঠে মা জাহানারা বেগম বলেন, ‘আমার আদরের অনন্যাকে আপনারা এনে দেন। আমি আমার মায়ের মুখটা দেখতে চাই।’

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, মেয়েটির নিখোঁজের বিষয় একটি অভিযোগ পেয়েছি। আমরা বিভিন্ন থানায় খোঁজখবর নিয়েছি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এন কে বি নয়ন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।