নওগাঁ

গুলি থেকে অল্পের জন্য বেঁচে গেলেন এসিল্যান্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫
এই বাসা লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল, ইনসেটে এসিল্যান্ড রেজাউল করিম

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের বাসা লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় এসিল্যান্ড বাসার ভেতরে অবস্থান করছিলেন। তবে অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জাগো নিউজকে তথ্যটি নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এ বিষয়ে জানতে নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল জানান, এসিল্যান্ডের বাসা লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়েছে। দুর্বৃত্তের ছোড়া গুলি বাসার জানালার গ্লাস ভেদ করে ভেতরে চলে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কে বা কারা এটি ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরমান হোসেন রুমন/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।