বাড়তি ভ্যাট প্রত্যাহার না করলে ফল আমদানি বন্ধের হুমকি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫
ফল আমদানিতে বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেন ফল ব্যবসায়ীরা

তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন করেছেন ফল ব্যবসায়ীরা। বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে দেশের সব বন্দরে আমদানি করা ফল খালাস বন্ধের হুমকি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরের রেলওয়ে মেনস ক্লাব সংলগ্ন ফলমন্ডির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করা হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে জানানো হয়, তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হলে ২ ফেব্রুয়ারি এনবিআর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এছাড়া ৪ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরসহ দেশের সব সমুদ্র, নৌ এবং স্থল বন্দর দিয়ে একযোগে আমদানি করা তাজা ফল খালাস বন্ধের হুমকি দেওয়া হয়।

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি মুহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম। এসময় বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ ফরহাদ উদ্দিন, হাজি মুহাম্মদ আলমগীর, আমদানিকারক আবুল কালাম আজাদ, নাজমুল হাসান মাহমুদ শিমুল, আবু বক্কর, জুনাইদুল হক ও ফল ব্যবসায়ী হোসেন বক্তব্য দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মানববন্ধনে অংশ নেন, চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আলী আব্বাস খান, সহ-সাধারণ সম্পাদক রাশেদ কামাল মুন্না, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক আবু বক্কর, দপ্তর ও পাঠাগার সম্পাদক আয়াজ মিয়া, প্রচার সম্পাদক জুনাইদুল হক, প্রকাশনা সম্পাদক আব্দুল লতিফ, সদস্য আবদুর রহিম, ওমর ফারুক, সমিতির সাবেক সভাপতি হাজী মালেক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, হাজি আলমগীর, সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ হানিফ, হাজি শহিদুল্লাহ, সাবেক ধর্ম সম্পাদক হাজি জাকির হোসেন প্রমুখ।

এমডিআইএইচ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।