বগুড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:০০ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আঞ্চলিক সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কাথম-কালিগঞ্জ সড়কের থেলকুড় এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় শিমলা গ্রামের বাসিন্দা আসাদ জানান, ১০-১৫ জনের ডাকাতদল সড়কের পাশের গাছ কেটে ব্যারিকেড দেয়। পরে সড়কে চলাচলকারী ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল থামিয়ে লোকজনকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। গ্রামের লোকজন খবর পেয়ে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করলে ডাকাত দল পালিয়ে যায়। পরে পুলিশ এসে সড়ক ফেলা গাছ অপসারণ করে। এতে যানচলাচল স্বাভাবিক হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, পাশের সিংড়া উপজেলার গ্রাম থেকে ডাকাত দল এখানে আসে বলে জানা গেছে। ডাকাত দলকে শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। তবে কী পরিমাণ মালামাল খোয়া গেছে তা জানা যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।