দুই পা না থাকলেও সংসারের চাকা ঘোরাচ্ছেন আবু সাঈদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:০৪ এএম, ৩০ জানুয়ারি ২০২৫

তার জীবনের গল্প বিভীষিকাময়। সুস্থ-সবলভাবে পৃথিবীর আলো দেখলেও জীবনের একটি পর্যায়ে এসে পঙ্গু হয়ে যান। তবে ভাগ্যহত আবু সাঈদ দমে যাননি। অদম্য ইচ্ছার জোরে হোটেল দিয়ে এখন তিনি জীবনের চাকা ঘোরাচ্ছেন।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর গ্রামের আবু সাঈদ এক সময় বাস চালাতেন। অনেক টাকা আয় করতেন। কিন্তু ২০০২ সালে একটি দুর্ঘটনা বদলে দেয় সবকিছু। গোবিন্দগঞ্জ উপজেলার কমলপুর এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি।

বিজ্ঞাপন

আবু সাঈদ বলেন, দুর্ঘটনার পর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আমার দুই পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়। অনেক ধার-দেনা হয়ে যায় চিকিৎসায়। ভিক্ষা তো করতে পারবো না। তাই কিছুদিন বেকার থাকার পর নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর বাজারে একটি দোকান ভাড়া নিই। প্রতিমাসে দিতে হয় তিন হাজার টাকা দোকান ভাড়া। সেই দোকানে হোটেল দিয়ে স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ব্যবসা করছি।

দীর্ঘ ২১ বছর ধরে একটু একটু করে টাকা জমিয়ে তিন শতক জায়গা কিনেছেন আবু সাঈদ। সেখানে টিনের ছাউনি তুলে জীবন-যাপন করছেন। আবু সাঈদ অসহায় এই জীবনে শুধু মাত্র প্রতিবন্ধী ভাতা ছাড়া সরকারি আর কোনো আর্থিক সহায়তা পাননি। ছোট্ট এই ভাড়ার হোটেল দিয়েই চলছে আবু সাঈদের সংসার। সমাজের বিত্তবান ও সরকারি সহায়তা পাওয়ার জন্য অনুরোধ জানান অসহায় সাঈদের পরিবার।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা বলেন, আবু সাঈদের দুই পা নেই, তিনি প্রতিবন্ধী ভাতা পান। শুনেছি তিনি পণ্ডিতপুকুর বাজারে হোটেল দিয়েছেন।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।