আজ মেহেরপুর আদালতে তোলা হবে সাবেক জনপ্রশাসনমন্ত্রীকে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৯:০৬ এএম, ৩০ জানুয়ারি ২০২৫
সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন/ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা মামলার আসামি হিসেবে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মেহেরপুর আদালতে তোলা হবে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে। এ উপলক্ষে বুধবার রাত নয়টার দিকে ঢাকা থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় তাকে মেহেরপুর জেলা কারাগারে নেওয়া হয়।

ফরহাদ হোসেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৮ সালের নির্বাচনের পর তিনি জনপ্রশাসন প্রতিমন্ত্রী এবং ২০২৪ সালের নির্বাচনের পর তিনি জনপ্রশাসনমন্ত্রী হয়েছিলেন।

বিজ্ঞাপন

এদিকে ফরহাদ হোসেন দোদুলকে মেহেরপুর আনার খবরে এলাকার অনেক উৎসুক মানুষ সড়কে বেরিয়ে আসেন। জেলা কারাগারের সামনেও কিছু মানুষ ভিড় করেন। তবে এর আগে থেকেই পুরো শহর এবং কারাগার এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন ছিল। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল দশটার দিকে মেহেরপুর আদালতে হাজিরা থাকায় তাকে ঢাকা থেকে আনা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে মেহেরপুর আদালতে তোলা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেন দোদুলকে আটক করে র্যাব। তার নামে রাজধানীতে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। এছাড়াও মেহেরপুরে রয়েছে আরও কয়েকটি মামলা।

আসিফ ইকবাল/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।