বিস্ফোরক মামলায় কারাগারে ভাঙ্গার সাবেক উপজেলা চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:০৩ এএম, ৩০ জানুয়ারি ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. কাউসার ভূঁইয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

ফরিদপুরের কোর্ট পরিদর্শক নাজনীন খানম জানান, ভাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান কাউসার ভুঁইয়া স্বেচ্ছায় আদালত হাজিরা দিতে আসেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে কাওসার ভূইয়া আত্মগোপনে ছিলেন। তিনি ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এছাড়াও ভাঙ্গা উপজেলাবাসীর কাছে তিনি নিক্সন চৌধুরীর আস্থাভাজন লোক হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যানের কাওসার ভূইয়া ভাঙ্গা থানায় দুটি মামলার আসামি। একটি বিস্ফোরক আইনে অন্যটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায়।

এন কে বি নয়ন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।