ছাত্রলীগ সন্দেহে ৫ যুবককে আটকে পুলিশে সোপর্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৮ এএম, ৩০ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জ শহরের ৫ যুবককে আটকে নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগ’র নেতাকর্মী আখ্যা দিয়ে পুলিশে সোপর্দ করার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) রাতে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই ঘটনা ঘটে।

তবে প্রাথমিক তদন্তে পাঁচজনের মধ্যে একজন বাদে বাকিদের সঙ্গে কারোই আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। এ কারণে তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি একজন পুলিশি হেফাজতে রয়েছেন। তিনি আড়াইহাজার থানা যুবলীগের সদস্য বাকির ভুঁইয়া।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রাতে শহীদ মিনারে কয়েকজন যুবককে আটকে রাখেন সেখানে থাকা কয়েকজন তরুণ ও যুবক। ছাত্রলীগে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের আটকে রেখে জেরা করা হয়। মোবাইল ফোনও চেক করেন কয়েকজন। খবর পেয়ে সেখানে পুলিশ উপস্থিত হলে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেইসঙ্গে পুলিশ পাঁচ যুবককে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিরউদ্দিন আহমদ বলেন, মব জাস্টিজের ঘটনা ঘটতে পারে এ বিবেচনা করে তাৎক্ষণিকভাবে ৫ জনকেই থানায় নিয়ে আসি। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে চারজনের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। তারা এমনিতেই আড্ডা দিতে শহীদ মিনারে গিয়েছিলেন। আর যে একজন বর্তমানে আটক রয়েছেন তিনি আড়াইহাজার থানা যুবলীগের সদস্য। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।