সিদ্ধিরগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে গুদামের কর্মচারী আহত

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১০:২৭ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি গ্যাস সিলিন্ডার গুদামে সিলিন্ডার ‌‘বিস্ফোরণের’ ঘটনা ঘটেছে। এতে গুদামে কর্মরত সুমন নামের এক ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) রাত ৭টায় মিজমিজি ধনুহাজী রোড এলাকার ঈদগাহ মাঠের কাছে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ধনুহাজী এলাকার স্থানীয় বাসিন্দা হাবিব মিয়ার একতলা একটি ভবন ভাড়া নিয়ে গ্যাস সিলিন্ডারের গুদাম হিসেবে ব্যবহার করে আসছেন গোলাম রাব্বানী নামের এক ব্যক্তি। আজ গুদামে কাজ করাকালীন হঠাৎ একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একজন কর্মচারী আহত হন।

এ বিষয়ে গুদাম মালিক গোলাম রাব্বানী বলেন, বিস্ফোরণ না, গ্যাস লিকেজ হয়ে আমার এক কর্মচারী আহত হয়েছেন। আমি এখন হাসপাতালে আছি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভবন মালিক হাবিব মিয়া বলেন, বিস্ফোরণের খবর শুনে আমি ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাইনি। আমার পৌঁছানোর আগেই আহতকে হাসপাতালে নিয়ে গেছে। আর কিছু বলতে পারছি না।

এ বিষয়ে আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুই ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। তেমন কোনো ক্ষতি হয়নি। একজন আহতের কথা শুনেছি।

মো. আকাশ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।