বিদেশে বসে হরতাল ডেকেছে আওয়ামী লীগ: আলাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগ বিদেশে বসে হরতালের ডেকেছে। স্বৈরাচার শেখ হাসিনা শত শত শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মী হত্যা করে দেশ ছাড়লেও এখন পর্যন্ত একবারের জন্য দুঃখ প্রকাশ করেনি। উল্টো বিদেশের মাটিতে বসে হরতালের ডাক দিয়েছে। তারা বাড়াবাড়ি করলে আমরাও মহাভারত রচনা করে দেবো।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকোর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জিয়া পরিবারের ওপর তারা যুগযুগ ধরে নির্যাতন করেছে। খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়িছাড়া করেছিলেন শেখ হাসিনা। এখন তিনি নিজেই দেশ ছাড়া হয়েছেন। আওয়ামী লীগের নেতারা দেশের টাকা বিদেশে পাচার, লুটপাট ও মানুষ হত্যা করে দেশ ছেড়ে পালিয়েছেন। অথচ তারা এখনো ওইসব ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেননি। তারাই আবার বিদেশের মাটিতে বসে এই দেশে হরতালের ডাক দেন। আওয়ামী লীগ বেশি বাড়াবাড়ি করলে তার ফল ভালো হবে না। দেশের মানুষ সমুচিত জবাব দেবে।

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এই দেশে একটি দল আছে তাদের মূল শেকড় পাকিস্তানে। আবার সুযোগ পেলেই তারা ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান দখল আর বিএনপির সমালোচনা করে। তাদের বলি, আগে নিজেদের চেহারার দিকে তাকান। দলটির শেকড় পাকিস্তানে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্মরণসভায় জেলা বিএনপির উপদেষ্টা এম এ মুহিতের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, খুলনা মহানগর শাখার সভাপতি জহির উদ্দিন বাপ্পী, বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদ সিরাজ জয়, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ প্রমুখ।

এম এ মালেক/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।