নারায়ণগঞ্জ

টিসিবির স্মার্ট কার্ড নিয়ে তালবাহানার প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে টিসিবির স্মার্ট কার্ড নিয়ে তালবাহানা ও ন্যায্য মূল্যের পণ্য থেকে সাধারণ নাগরিকদের বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন পুরাতন কার্ডধারীরা।

মানববন্ধনে ভুক্তভোগীরা বলেন, জানুয়ারিতে আমরা নতুন টিসিবির স্মার্ট কার্ডের জন্য টিসিবি পণ্য পাওয়া থেকে বঞ্চিত হয়েছি। নতুন কার্ড হাতে পেতে আমাদের অনেক সময় লাগবে। যার কারণে এ নতুন কার্ড না পেলে টিসিবি পণ্য থেকে বঞ্চিত হতে হবে। এতে করে আমাদের সংসারের খরচ বেড়ে যাবে। তাই যে পর্যন্ত নতুন কার্ড আমরা হাতে না পাবো সে পর্যন্ত পুরাতন কার্ড দিয়ে সুবিধা দিতে হবে।

বিজ্ঞাপন

jagonews24

এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি বলেন, সরকার থেকে টিসিবির স্মার্ট কার্ড করা হয়েছে। এখন থেকে এ কার্ড দিয়ে পণ্য নিতে হবে। পুরাতন কার্ড দিয়ে পণ্য নেওয়ার সুযোগ নেই। পর্যায়ক্রমে সবাই এ কার্ড পাবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোবাশ্বির শ্রাবণ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।