তারেক রহমান
আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বেই হবে
![আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বেই হবে](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/tarek-20250129203043.jpg)
দেশের সব সংকটে বিএনপি ছিল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখনো বিএনপির ওপর আস্থা রেখেছে।
তিনি বলেন, একাত্তরে একদল মানুষকে যুদ্ধের মধ্যে ঠেলে দিয়ে ভারতে চলে গেছে, আরেক দল স্বাধীনতার বিরোধিতা করেছে। কিন্তু বিএনপি স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তীসময়ে দেশের মানুষের পাশে ছিল। যে কারণে দেশের মানুষ বারবার বিএনপির ওপর আস্থা রেখেছে। জনগণ বিশ্বাস করে আগামীতে ভালো কিছু করতে হলে বিএনপির নেতৃত্বেই হবে।
বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নড়াইল চিত্রা রিসোর্টে অনুষ্ঠিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ কর্মশালার দ্বিতীয়ার্ধে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এসময় তারেক রহমান আরও বলেন, ‘বিএনপি পজিটিভ পরিবর্তন করতে চায়। এটার জন্য জাদু বা ম্যাজিক নয়, মন মানসিকতা পরিবর্তন ঘটাতে হবে। বিএনপির সব নেতাকর্মীকে এজন্য প্রস্তুত হতে হবে।’
তিনি বলেন, ‘বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। কিন্তু মানুষের আত্মা ধরে রাখার দায়িত্ব তৃণমূলের নেতাকর্মীদের। বিগত ১৬ বছর যে জুলুম- নিপীড়ন হয়েছে তার প্রতিশোধ হবে ৩১ দফার বাস্তবায়ন। যে অপশক্তি বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিশোধ সফল হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
হাফিজুল নিলু/এসআর/জেআইএম