পিরোজপুরে যুবক হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন
![পিরোজপুরে যুবক হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন](https://cdn.jagonews24.com/media/imgAllNew/BG/2023March/pi-20250129194938.jpg)
পিরোজপুরর নেছারাবাদে এক যুবককে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তার আলমের আদালতে এ রায় দেন। রায় ঘোষণার সময়ে দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন, আর বাকিরা পলাতক।
দণ্ডপ্রাপ্তরা হলেন রফিকুল ইসলাম (৫৫), জসিম আকন (৪৫), আ. জব্বার হিরু (৭০) ও খোকন মোল্লা (৫০)। এরমধ্যে রফিকুল ও জসিম পলাতক।
মামলা সূত্রে জানা যায়, ২০০৬ সালে হারুন অর রশিদ (৩৫) বরিশাল একাউন্টস অফিসের এমএলএসএস পদে চাকরি করতেন। তার সঙ্গে কমবেশি টাকা থাকতো এটা সবাই জানতেন। ঘটনার রাতে ভিকটিম তার এলাকায় যাওয়ার পথে নেছারাবাদের সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী গ্রামের একটি খালের পাশে আসামিরা তাকে হত্যা করে ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ২০০৬ সালের ২৭ অক্টোবর সারেংকাঠী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন হাওলাদার হত্যা মামলা করেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়ালিদ হাসান বাবু জানান, আদালত আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে তাদের আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জেডএইচ/জিকেএস