ফ্যাসিবাদী সরকার সব জায়গায় দলীয়করণ করেছে: শামা ওবায়েদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন ,ফ্যাসিবাদী সরকার সব জায়গায় দলীয়করণ করেছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথার নারানদিয়া জয়নদ্দিন মাতুব্বর উচ্চ বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ফ্যাসিবাদী সরকার ছাত্র সমাজকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি। তাদের কোনো মনোযোগ ছিল না। সব জায়গায় তারা দলীয়করণ করেছে। এখন আর বাংলাদেশে ফ্যাসিবাদ নাই।

বিজ্ঞাপন

ফরিদপুর, শামা ওবায়েদ, বিএনপি, ফ্যাসিবাদফ্যাসিবাদী সরকার সব জায়গায় দলীয়করণ করেছে: শামা ওবায়েদ

তিনি বলেন, জাতি গঠনে ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। একটি শিক্ষিত সমাজ, শিক্ষিত জাতি ও শিক্ষিত দেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ রাজনীতি ঢুকাবেন না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নারানদিয়ার পীরজাদা মো. নুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, ফরিদপুর জেলা স্কুলের শিক্ষক মো. জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবনেতা এনায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।