ব্যক্তির কারণে দলের স্বার্থ নষ্ট হলে ছাড় নয়: তারেক রহমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

কোনো নেতাকর্মীর কর্মকাণ্ডের কারণে দলের ওপর থেকে মানুষের আস্থা নষ্ট হলে তাকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে যশোরে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

এসময় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, জনগণ যদি আপনার পেছনে না থাকে, তাহলে আপনি কীসের নেতা। মানুষ আমাদের ওপর আস্থা রাখতে চাইছে। এই আস্থা নষ্ট করার জন্য যদি কেউ কোনো কাজ করে, তাহলে তাকে আমি টানবো না। এখানে দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তি, কর্মী বা নেতার কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাহলে আমরা তাকে নিজের করতে পারবো না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা বহু অত্যাচার-নির্যাতনের মধ্যদিয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। কেউ নিজের স্বার্থের জন্য দলের স্বার্থ নষ্ট করলে তাকে আমাদের পক্ষে টানা সম্ভব নয়। কেউ কেউ বলে যে, যারা অপরাধ করেছে, ভুল করেছে তাদের সঙ্গে দলের সম্পর্ক ছিন্ন করেছি। এতে কি হবে? কী হবে সেটা পরের বিষয়। কিন্তু আমার অবস্থান পরিষ্কার, সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যখন যেটা জানবো ব্যবস্থা গ্রহণ করবো। আমাদের অবস্থান পরিষ্কার করছি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, কেউ যদি বলে, আপনি দল থেকে বের করে দিলেন, এতে কি হবে? সমাজে ভালো-মন্দ সব ধরনের মানুষ আছে। আমরা খারাপ মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। অন্তত এ বিষয়ে আমরা পরিষ্কার। মুখে বলবো একটা, কাজে করবো আরেকটা, তা হবে না। আমরা যা মুখে বলছি, তা কাজে প্রমাণ করার চেষ্টা করবো। তার প্রতিফলন থাকবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল, সংগঠন হিসেবে যাতে সর্বোচ্চ করতে পারি, আমরা সেটাই করছি। আমরা যদি সরকারে থাকতাম, তাহলে যেটা করতে পারতাম, দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। এই মুহূর্তে আমরা সেই অবস্থানে নেই। কাজে সেই অবস্থানে যদি আমাদের যাওয়ার সুযোগ হয়, আজকে যেমন শুধু দলের সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করে দিচ্ছি। তেমনি সরকারে থাকলে অন্যায়কারী যেই হোক না কেন, আমরা মুখে যেটা বলি, কাজেও সেটির প্রমাণ দেওয়ার চেষ্টা করবো।

৫ আগস্ট থেকে দলের নেতাকর্মীদের শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, রাজনৈতিক নেতাকর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করে, তাহলে কি পরিণতি হয়, আমরা ৫ আগস্ট দেখেছি। ৫ আগস্ট থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে। জনগণকে সঙ্গে রাখতে হবে। জনগণ থেকে যদি দূরে সরে যাই, তাহলে ৫ আগস্টের পরিণতি আমাদের হবে।

যশোর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জাবিউল্লাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবীবা, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকন প্রমুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিলন রহমান/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।