পঞ্চগড়

পাঁচ মাস পর ছাত্র আন্দোলনে শহীদ সুমনের মরদেহ উত্তোলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত সুমন ইসলামের (২১) মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বকশীগঞ্জ এলাকায় পারিবারিক গোরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়।

এসময় বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ, মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার সাব-ইন্সপেক্টর মনিরুল ইসলাম, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন, সাকোয়া ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলামসহ শহীদ সুমনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শহীদ সুমন সাকোয়া ইউনিয়নের আমিননগর বকশীগঞ্জ এলাকার হামিদ আলীর একমাত্র ছেলে। স্থানীয়ভাবে দাখিল পাস করে সুমন ঢাকা যান। কাজ করছিলেন ঢাকা ইপিজেডে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। ৭ আগস্ট বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ খুঁজে পান স্বজনরা। সেদিন সুমনের মা কাজলী বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। পরদিন ৮ আগস্ট গ্রামের বাড়িতে তার মরদেহ দাফন করা হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তাসহ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সফিকুল আলম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।