বিদেশে পালানোর সময় বিমানবন্দরে গ্রেফতার আওয়ামী লীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:০১ পিএম, ২৯ জানুয়ারি ২০২৫

দেশ ছেড়ে পালানোর সময় জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক গ্রেফতার হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।

বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, মোস্তাকের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে বিশাল হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

মোস্তাকসহ এ মামলার আসামিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে এজন্য ইমিগ্রেশন পুলিশকে চিঠি দেওয়া হয়েছিল। এ অবস্থায় বুধবার বেলা ১১টায় বিমানবন্দর দিয়ে মালয়েশিয়ায় পালানোর সময় তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এরই মধ্যে তাকে ঢাকা থেকে আনার জন্য জয়পুরহাট ডিবি পুলিশের একটি টিম রওয়ানা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

আল মামুন/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।